
নারী বা পুরুষ এসব লিংগবাদি বস্তুবাদি পরিচয় কোনো মানুষের আসল পরিচয় মনে করা বা অস্তিত্বের মূল মনে করা জীবনের সত্য অস্বীকার করে বস্তুবাদি মিথ্যার আঁধারে নিমজ্জিত হয়ে আত্মিক মৃত্যু বরন করা। —— —আল্লামা ইমাম হায়াত।
হাজার বছর ধরে, মোল্লাতন্ত্রের ধারাবাহিকতায় বস্তুবাদী চিন্তা চেতনার আদলে গড়া অবস্থানে মা বোনদের পূর্ণ অধিকার আজ ফেরাউনী নমরুদী কায়দার আদলে কারারুদ্ধ অবস্থায় আছে, মা বোনদের পূর্ণ অধিকার স্বাধীনতা সার্বভৌমত্ব বিদ্যমান রয়েছে একমাত্র মুসলিম মিল্লাতের ইমাম সাইয়্যেদেনা সাইয়্যেদ আল্লামা ইমাম হায়াত আলাইহির রাহমার কামেল দিশার মাঝে _
টাইমস৭১বিডি, সম্পাদকীয় কলাম থেকে _
গতকাল http://World sunni movement, Europe শাখার নেতৃস্থানীয় পর্যায়ের মা বোনদের উপস্থিতিতে “নারী দিবস” বিষয়টিকে আবর্তন করে এক লাইভ আলোচনা সমাবেশ ও সালাতুস সালাম মাহফিলের আয়োজন হয় – –