ঈমানী ফরজ আমলী ফরজের উর্ধে,
ঈমানী ফরজ আমলী ফরজের উর্ধে, আমলী ফরজের চেয়ে জরুরী তথা অস্তিত্বের প্রশ্ন।
জীবন বস্তুর উর্ধে মানে আমি বস্তুবাদী নই। জীবন বস্তুর উর্ধে মানে আমার আত্মা ও সত্তা বস্তুর ভিত্তিতে নয় আমার স্রষ্টার নামে।
জীবন বস্তুর উর্ধে মানে আমার আত্মপরিচয় ও অস্তিত্বের ভিত্তি বস্তু ও বস্তুবাদ নয়। জীবন বস্তুর উর্ধে মানে আমি বস্তুপূজারী নই । জীবন বস্তুর উর্ধে মানে আমি বস্তু উপাসক নই।
জীবন বস্তুর উর্ধে স্বীকার না করলে আত্মা ও সত্তা বস্তুবাদী হয়ে যায়।
জীবন বস্তুর উর্ধে স্বীকার না করলে জীবন বস্তুবাদী মতবাদের অংশ হয়ে যায়।
বস্তুবাদ মানে আল্লাহতাআলার নামে জীবন নয়। বস্তুবাদী জাতীয়তাবাদ সত্য ও জীবনের অস্বীকার।
জীবন বস্তুর উর্ধে কেবল জীবনের স্রষ্টার নামে স্বীকার না করলে মানবসত্তা ও ঈমানী সত্তা কোনোটাই থাকে না।
জীবন বস্তুর উর্ধে এবং কেবল জীবনের দয়াময় স্রষ্টার নামে স্বীকার না করলে জীবনের সত্য ও স্রষ্টার সম্পর্ক অস্বীকার হয়ে যায়।
জীবন বস্তুর উর্ধে মানেই জীবন দয়াময় স্রষ্টার নামে দয়াময় স্রষ্টার আলোকে । দয়াময় স্রষ্টার আলো রেসালাত ছাড়া জীবনের আর কোনো আলো নেই। মহান রেসালাত ই দয়াময় স্রষ্টার আলো।
– ইমাম হায়াত।World humanity revolution. এর মোবারক লিখনী থেকে সম্পাদিত ।
___সম্পাদনায় – সম্পাদক-টাইমস৭১বিডি ।