times71bd’s editor –
আলোচনার ইউটিউব লিংক –
নামাজের অধ্যায়ে এসে মসজিদ নির্মাণের-মসজিদ রক্ষনাবেক্ষনের আলোচনায়, সাহাবী নামধারী মুনাফেকদের মুখোশ উন্মোচিত হবার সুরা তাওবায়, মাওলায়ে আলার ক্রিয়া কর্মের শানে নাজিল করা ১৭ নাম্বার আয়াতেকারীমা উল্লেখ করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মূলত কেন ‘তাকতুলুহুল ফিয়াতুল বাগীয়ার’ তথা বাগীর হাদীস শরীফ উল্লেখ করলেন তার মূল রহস্যের উন্মোচন ___
মুয়াবিয়াবাদীদের হাতে গড়া মসজিদ সমূহ থেকে দূরে থাকার, ওদের পেছনে এক্তেদা থেকে বিরত থাকার ইশারাই দিয়েছেন সাইয়্যেদেনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ —————–
” মুয়াবিয়া এবং তার প্রতিষ্ঠিত মুয়াবিয়াইজমের ধারক বাহক বা তাদের দালাল দোসরদের মতো মুশরেকদের হাতে গড়ে ওঠা/রক্ষনাবেক্ষন হওয়া “মসজিদ” সমূহ থেকে দূরে থাকার জন্যেই সাইয়্যেদেনা সাইয়্যেদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ফিয়াতুল বাগীয়ার হাদীস শরীফটিকে “জিহাদের অধ্যায়ে বর্ণনা করার আগেই “কিতাবুস সালাতের” অধ্যায়ে এনেছেন __
____ ________ হক্কের ইমাম-যুগ যামানার ইমাম-ইমামুল আদলে ওয়াল এহসান-ইমামুল উমাম-ফখরুল আইম্মা- শত শত শতাব্দীর শুন্যতাকে ছাপিয়ে ধরার এ বুকে আবির্ভাব যার,মানবিক রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থার প্রবর্তক, ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের সম্মানিত চেয়ারম্যান মহান ইমাম, প্রাণাধিক প্রিয়নবী ঘোষিত প্রতিশ্রুত আইম্মাদের মাঝে একজন সাইয়্যেদেনা সাইয়্যেদ আল্লামা ইমাম হায়াত আলাইহির রাহমার নূরানী দিশার আলোকে বিশিষ্ট লেখক,চিন্তাবিদ,গবেষক, আলোচক, সংগঠক, পরিচালক, সম্পাদক, আলেমে দ্বীন ও মিল্লাত হজরত মাওলানা শোয়ায়েব হোসাইন মোল্লা – সম্পাদক-টাইমস৭১বিডি/ইনসানিয়াত২৪৷
#বাগী_মুয়াবিয়া
#ইমাম_বুখারী
#সূরা_তাওবা
#সাহাবী_নামধারী_মুনাফেক
#বাগীয়ার_হাদীস
#ফিয়াতুল_বাগীয়া
#কিতাবুস_সালাত