times71bd online desk, editor- –
৭০০ কোটি মানুষকে জন্মগতভাবে আল্লাহ তায়ালা যে বরাত দিয়ে পাঠিয়েছেন তার নাম ইনসানি ওজুদ, ইনসানি ওজুদ কালেমা অর্জনের মাধ্যমে ঈমানী ওজুদে পরিণত হবে _—- মুসলিম মিল্লাতের মহান ইমাম সাইয়্যেদ আল্লামা ইমাম হায়াত আলাইহির রাহমা
আজ গোটা দুনিয়ার মানবমন্ডলী ঈমানী বরাত থেকে বঞ্চিত অবস্থায় আছে, ঈমানী বরাত তো বহু দূরে – মানুষের begining of life (ইনসানি ওজুদ) যেটা আল্লাহতায়ালা দান করেছে, তাই আজ বিলুপ্ত হয়ে গিয়েছে,আমি মানুষ – মানবস্বত্বা সকল বস্তুর উর্ধে, বস্তুর উর্ধে মানবস্বত্বা,মানবজীবন কেবলমাত্র আল্লাহতায়ালার নামে হবে, জীবনের খালেক মালেক ইলাহ মাবুদ একমাত্র আল্লাহতায়ালার নামেই হবে, আল্লাহতায়ালার নামে যদি আত্মস্বত্বা না থাকে তবে সেটা নাস্তিকী মুশরেকী কুফুরী জুলুমাত অন্ধকারের স্বত্বা হয়ে যায় ।জীবন হতে হবে স্রষ্টার নামে উৎসর্গীকৃত, জীবন পরিচালিত হবে মূলতঃ স্রষ্টার আলোয় আলোকিত হয়ে – আর স্রষ্টার একমাত্র আলো প্রত্যক্ষ নুর হলেন প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ———- মুসলিম মিল্লাতের মহান ইমাম সাইয়্যেদ আল্লামা ইমাম হায়াত আলাইহির রাহমা